মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১১

অটোক্যাড ২০০৮/২০০৭ স্ক্রিন ইন্টারফেস

অটোক্যাড 2007 এবং 2008 এর  স্ক্রিন ইন্টারফেস প্রায় একি রকম তাই আলাদাভাবে ইন্টারফেস পরিচিতির প্রয়োজন নেই।

screen interface
অটোক্যাড ২০০৮  স্ক্রিন ইন্টারফেস নিম্নলিখিত ২টি ভাগে বিবক্ত: (১) সবার উপরের টার নাম Menu Bar (২)
 menu bar
(২)  এবং নিচের টার নাম COMMAND WINDOW ;
 command window
এবং তার সাথে নিচে যে উইন্ডুটি আছে তার নাম (3) STATUS BAR ; এবং টুলবারে COMMAND ICONS ; এবং বাকি স্ক্রিন সমূহ  DRAWING AREA দ্বারা সাজানো আছে , আপনার সকল ড্রইং সমূহ ড্রইং এরিয়ায় প্রদর্শিত হবে।
modify tools
blocks and hatches এর কমান্ড সঠিক ভাবে প্রয়োগ করার জন্য TOOL PALETTES টি অপরিহার্য এবং এটি যথার্থ স্থানে রাখা আছে । SHORTCUTS MENUS প্রাসঙ্গিক সকল কমান্ডের আইকন প্রদর্শন করে।
 annotation scale
 DESIGN CENTER , এর সাহায্যে আপনি block , hatches , xrefs  এবং অন্যান্য ড্রইং সূচী গুলো নির্দিষ্ট কাজের জন্য ইচ্ছেমতো সাজিয়ে নিতে পারবেন। আপনি  TOOL PALETTE এ যে কোন  drawings , blocks , and hatches ড্রাগ করতে পারবেন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন