Frist Installment :
Auto Cad-2007 Learn
# Function of key : F1-F12 :
Esc = কোন Command কে Cancel করার জন্য ব্যবহার করা হয়।
F1= Help সাহায্য করার জন্য ব্যবহার করা হয়।
F2 = Use Command List ব্যবহারিক দেখার জন্য ব্যবহার করা হয়।
F3 = Osnap on/off (Object) এর বিভিন্ন অবস্থান দেখার জন্য ব্যবহার করা হয়।
F4 = Shut Down Command
F5/F6 = No Need
F7 = Grid on/off
F8 = Other on/off (Line সোজা/বাঁকা করার জন্য ব্যবহার করা হয়)
F9 = Snap on/off (censor এর দুরুত্ব মাপার জন্য ব্যবহার করা হয় Grid এর উপর কাজ করা হয়)
F10 = Polar on/off
F11 = Object Snap (সহজ কাজ) taking on/off (object এর বিভিন্ন অবস্থান দেখার জন্য ব্যবহার করা হয়)
F12 = Command (আদেশ, Angle (কোণ, Distance (দূরত্ব) Show on/off করার জন্য ব্যবহার করা হয়।
Ok = Enter, Spacebar, Mouse Right baton.
For Click = Mouse left baton.
For Wheel = Zoom in/ Zoom out & Push for pan
.................................................. Work ..................................................
Units : একক = Drawing Units কিভাবে রাখতে চাই মাপের একক Architectural, Engineering, Decimal ইত্যাদি।
প্রত্যেকটা কাজ একের অধিকভাবে করা যায়। অথ্যাৎ অথ কি কি কাজ এবং কিভাবে আনা যায়।
6. Line : রেখা== তিনভাবে আনা যায়।
Keyboard দিয়ে : L লিখে Enter 1st Point Enter Next......Next ইত্যাদি।
Menu Bar এর Draw তে Cleck করে Line এ Cleck করতে হবে।
7. Erase : মুছিয়া ফেলা = তিনভাবে আনা যায়।
Keyboard দিয়ে : অবজেক্ট Erase করতে হলে সিলেক্ট করে অথবা(সিলেক্ট করতে E লিখে Enter) Delete করতে হবে।
Menu Bar এর Modify তে Cleck করে Erase এ Cleck করতে হবে।
8. Select Object : অবজেক্ট নির্বাচন =
Single : একক = Object এ Click করে Single Line এ Click করলে Select হবে।
Window : জানালা = মাউচ দিয়ে Left পাশ দিয়ে Object এর পুরা অংশ Select করলে Object Select হবে।
Crossing : উত্তরণ = মাউচ দিয়ে Right পাশ দিয়ে Object এ স্পশ করলে Object Select হবে।
Crossing : উত্তরণ = মাউচ দিয়ে Right পাশ দিয়ে Object এ স্পশ করলে Object Select হবে।
All : সব = Keyboard দিয়ে : Ctrl+A দিলে সকল Object Select হবে।
Remove : অপসারণ = Object Select করে E লিখে Enter দিলে Remove হবে।
9. Pan : চাটু = Keyboard দিয়ে : P লিখে দিয়ে মাউচে Click করে দেখা।
10. Zoom Realtime : জুম Realtime = জুম করতে হলে
Keyboard দিয়ে : Z লিখে ২বার Enter দিতে হবে। তারপর মাউচ এ Click করে ধরে আস্তে আস্তে উপর নিচে করলে ছোট বড় হবে।
Menu Bar এর View তে Click করে Zoom Realtime এ Clock করে আনতে হবে।
11. Zoom Window : জুম উইন্ডো = অংশ বিশেষ বড় করে দেখা।
Keyboard দিয়ে : Z লিখে Enter দিয়ে Drag করতে হবে।
Menu Bar এর View তে Click করে Zoom Window এ Clock করে আনতে হবে।
12. Zoom Previous: জুম পূর্ববর্তী = পূর্বের অবস্থায় ফেরত যাওয়ার জন্য।
Keyboard দিয়ে : Z লিখে Enter দিতে হবে পরে P লিখে Enter দিলে Previous (পূর্ববর্তী) অংশ দেখাবে।
Menu Bar এর View তে Click করে Zoom Previous এ Clock করে আনতে হবে।
13. Zoom Extents : জুম Extents = Object কে বড় করে দেখার জন্য।
Keyboard দিয়ে : Z লিখে Enter E লিখে Enter দিতে হবে।
Menu Bar এর View তে Click করে Zoom Extents এ Clock করে আনতে হবে।
14. Zoom All : সব দেখাও = Page সহ সম্পুন পৃষ্ঠা দেখাবে।
Keyboard দিয়ে : Z লিখে Enter দিয়ে A Enter দিতে হবে। তাহলে সহ অবজেক্টে একত্রে দেখা যাবে।
Menu Bar এর View তে Click করে Zoom All এ Clock করে আনতে হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন